মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
তালায় আলমসাধু উল্টে পাঁচরোখির আব্দুল সালাম নি’হ’ত তালার ইউএনও শেখ রাসেলের পক্ষে অর্ধশত সংগঠনের মানববন্ধন আশাশুনির শ্রীউলায় বেড়িবাঁধে ঘোগাদিয়ে পানি ঢুকে মৎস্যঘের প্লাবিত! সংস্কার সম্পন্ন পটুয়াখালীতে ছাত্রদল নেতার ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার স্ত্রী ও তার পরকীয়া প্রেমিককে ফাঁসাতে ছোট ভাইকে খু’ন করায় বড় ভাই শ্যামনগরে কাঠের আ/গু/নে শুকানো হচ্ছে মাছ! দূষিত হচ্ছে পরিবেশ গোপালগঞ্জে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কালীগঞ্জে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ জুলাই বিপ্লবে শহিদ জসীম উদ্দিনের মেয়ে লামিয়ার আ/ত্ম/হ/ত্যা কলারোয়ায় বিএনপি’র সাংগঠনিক কমিটির মতবিনিময় সভা

সৌদিতে ২০ হাজারের বেশি বিদেশি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসস্থান, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন মেনে চলা নিশ্চিত করতে সৌদিব্যাপী এক অভিযান পরিচালনা করে ২০ হাজারের বেশি অবৈধ বাসিন্দাকে গ্রেপ্তার করেছে। খবর আরব নিউজের।
সংবাদমাধ্যমটি বলছে, গত ১২-১৮ ডিসেম্বর সংশ্লিষ্ট সরকারি সংস্থার সহযোগিতায় নিরাপত্তা বাহিনী পরিচালত যৌথ অভিযানের সময় ২০ হাজার ১৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ১১ হাজার ৩০২ জনকে আবাসিক আইন লঙ্ঘনের জন্য, পাঁচ হাজার ৬৫২ জনকে সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের জন্য এবং তিন হাজার ২০৫ জনকে শ্রম আইন লঙ্ঘনের জন্য গ্রেপ্তার করা হয়।
এছাড়া সৌদির সীমান্ত অতিক্রম করার চেষ্টাকালে এক হাজার ৮৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে ৩৩ শতাংশ ইয়েমেনি নাগরিক, ৬৫ শতাংশ ইথিওপিয়ান নাগরিক এবং দুই শতাংশ অন্যান্য জাতীয়তার অন্তর্ভুক্ত। পাশাপাশি অবৈধভাবে রাজ্য ত্যাগের চেষ্টা করার সময় মোট ১১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় এবং নিয়োগের সাথে জড়িত ১৭ জনকেও গ্রেপ্তার করেছে দেশটি। এছাড়া সৌদি আরবে বর্তমানে ২৬ হাজার ৪১১ জন পুরুষ এবং দুই হাজার ৬১৯ জন নারীসহ মোট ২৯ হাজার ৫৪০ জন প্রবাসীকে বর্তমানে আইনি প্রক্রিয়ার বিভিন্ন ধাপের মধ্যে রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com