পাটকেলঘাটা ছিদ্দিকিয়া কওমিয়া মাদরাসার মুহতামিম মাওলানা মনিরুল হক এর সভাপতিত্বে ও মাওলানা ইমরান হোসাইনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মাওলানা মোশারফ হোসেন, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা আছাদুজ্জামান, মাওলানা আব্দুল্লাহ, মাহমুদুল হাছান, মাওলানা শরীফুল ইসলাম, মুফতি আব্দুল্লাহ প্রমুখ।
এসময় বক্তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নত করে তাদের শাস্তি দাবি করেন। পাশাপাশি তালা উপজেলার কোন মসজিদে সাদ পন্থীরা তাদের কার্যক্রম না চালাতে পারে তার জন্য ভূমিকা পালন করার আহ্বান জানান। বক্তারা আরো বলেন, তারা কার্যক্রম করতে চাইলে তওবা করে ফিরে আসতে হবে।
মানববন্ধন শেষে মাওলানা মনিরুল হকের নেতৃত্বে পাকেলঘাটা থানার ওসি মইনউদ্দিনের নিকট স্মারকলিপি প্রদান করেন।