শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
পিঠার গন্ধে ভালোবাসার বন্ধন: ভিবিডি সাতক্ষীরার উদ্যোগে পিঠা উৎসব জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার কর্মী শিক্ষা শিবির বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখার সুধী সমাবেশ ব্রহ্মরাজপুর বাজারে সালমান মেডিকেল হলের উদ্বোধন পটুয়াখালী-মির্জাগঞ্জ আঞ্চলিক সড়কে অতিরিক্ত পন্য পরিবহন করায় ৭ ট্রাক আটক; অর্থদন্ড গোপালগঞ্জে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ৩ সোনালী অতীত এফসি’র আহবায়ক কমিটি গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ভিবিডি সাতক্ষীরার নেতৃত্বে ইব্রাহিম খলিল পূর্ব শত্রুতার জেরে তারালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে পিটিয়ে জখম সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

অনলাইন ডেস্ক: অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে নেপালকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, যেখানে তাদের প্রতিপক্ষ ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল। প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে টাইগ্রেসরা।  শিরোপা নির্ধারণী ম্যাচে নেপালকে ৯ উইকেট হারায়।
শুক্রবার (২০ ডিসেম্বর) কুয়ালালামপুরের বায়েমাস ওভাল মাঠে যুব এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপালের মেয়েরা।
বৃষ্টির কারণে ম্যাচের গণ্ডি কমিয়ে ১১ ওভারে নামিয়ে আনা হয়। মূল কাজটা প্রথম ইনিংসেই সেরে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। নির্ধারিত ১১ ওভারে ৮ উইকেট হারিয়ে নেপাল ৫৪ রান তোলে। বাংলাদেশ তাদের লক্ষ্য পেরিয়ে ৭ বল এবং ৯ উইকেট হাতে রেখে।
মাঝারি লক্ষ্য তাড়ায় বাংলাদেশের যেমন ব্যাটিং প্রয়োজন ছিল তেমনটাই করেছেন দুই ওপেনার ফাহমিদা ছোঁয়া ও ইভা। উদ্বোধনী জুটিতে দুজন মিলে ৭.২ ওভারে ৪৬ রান করেন। জয় থেকে মাত্র ৯ রান দূরত্বে থাকা অবস্থায় আউট হয়ে যান ইভা। এর আগে ২১ বলে এক ছক্কায় তিনি ১৮ রান করেন।
ওয়ানডাউনে নেমে সুমাইয়া আক্তার সুবর্না ৬ বলে ২ চারে ১০ রান করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। শুরু থেকে আরেকপ্রান্ত আগলে রাখা ওপেনার ফাহমিদা ৩২ বলে ৩টি চারে ২৬ রানে অপরাজিত থাকেন। ফলে ৯.৫ ওভারেই জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। নেপালের পক্ষে একমাত্র উইকেটটি নিয়েছেন কুসুম গোদার।
টসে জিতে নেপালকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।  বোলারদের নিয়ন্ত্রিত বোলিং তো করেছেনই, এর সঙ্গে নেপালিজ মেয়েরা নিজেদের কপাল পোড়ে চার রানআউটের ফাঁদে পড়ে। তাদের পক্ষে সর্বোচ্চ ১১ রান করেন সাবিত্রি ধামি। এ ছাড়া তাদের আর কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। ফলে ১১ ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় ৫৪ রান। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোবা, ফাহমিদা ও হাবিবা ইসলাম।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com