সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:১৩ পূর্বাহ্ন
এসভি ডেস্ক: আসন্ন বড়দিন উদযাপন উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে সাতক্ষীরার পুলিশ সুপারের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধআার (১৮ ডিসেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বড়দিন উপলক্ষে পুলিশ সুপার মহোদয়কে সাতক্ষীরা জেলার খ্রিষ্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় বিভিন্ন উপজেলা হতে আগত নেতৃবৃন্দ তাদের মতামত প্রকাশ করেন এবং জেলা পুলিশকে সার্বিক কার্যক্রমে সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বস্ত করেন।
আসন্ন বড়দিন-২০২৪ উদযাপনে জেলার গীর্জাসমূহের নিরাপত্তা, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয়ে ইতোমধ্যেই জেলা পুলিশের প্রতিটি ইউনিট কার্যক্রম শুরু করেছে। এছাড়াও অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন এবং বিভিন্ন দিক-নির্দেশনা বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং খ্রিষ্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দে।