শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
পিঠার গন্ধে ভালোবাসার বন্ধন: ভিবিডি সাতক্ষীরার উদ্যোগে পিঠা উৎসব জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার কর্মী শিক্ষা শিবির বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখার সুধী সমাবেশ ব্রহ্মরাজপুর বাজারে সালমান মেডিকেল হলের উদ্বোধন পটুয়াখালী-মির্জাগঞ্জ আঞ্চলিক সড়কে অতিরিক্ত পন্য পরিবহন করায় ৭ ট্রাক আটক; অর্থদন্ড গোপালগঞ্জে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ৩ সোনালী অতীত এফসি’র আহবায়ক কমিটি গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ভিবিডি সাতক্ষীরার নেতৃত্বে ইব্রাহিম খলিল পূর্ব শত্রুতার জেরে তারালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে পিটিয়ে জখম সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু

ড. ইউনূসের সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারে সম্মত

সাতক্ষীরা ভিশন :

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মিশরের রাজধানী কায়রোর একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।

এ সময় প্রধান উপদেষ্টা ইসলামাবাদের সঙ্গে ঢাকার সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ১৯৭১ সালের অমীমাংসিত সমস্যাগুলো মীমাংসা করার আহ্বান জানিয়েছেন। বলেন, ‘বিষয়গুলো বারবার আসছে। আসুন আমরা সামনে এগিয়ে যেতে সেই বিষয়গুলোর ফয়সালা করি।’ .

বৈঠকে দুই দেশের সরকারপ্রধান ব্যবসা, বাণিজ্য, ক্রীড়া ও সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে সম্মত হয়েছেন। পাশাপাশি দুইনেতা চিনি শিল্প এবং ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন।

এই সময় প্রফেসর ইউনূস এবং শেহবাজ শরীফ তাদের পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেন। এছাড়া সার্ক পুনরুজ্জীবিত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বৈঠকে শেহবাজ শরীফ প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে তার সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রফেসর ড. ইউনূসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ডি-৮ সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. ইউনূস মিশরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন। এই সম্মেলনের সাইডলাইনে বৈঠক করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com