মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সাতক্ষীরা পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলায় অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের স্মরণে সংবর্ধনা অনুষ্ঠানে ৩২ জন অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মোঃ আমিনুর রহমান, সহকারি পুলিশ সুপার (তালা সার্কেল) মোঃ হাসানুর রহমান, অবসরপ্রাপ্ত বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণ এবং শহীদ পুলিশ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।