এস,এম মোস্তাফিজুর রহমান, আশাশুনি: আশাশুনি উপজেলার বুধহাটায় যুব জামায়াতের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ৪ দলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৬ডিসেম্বর) সকাল ১০টায় বুধহাটা কলেজিয়েট স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় শোভনালী ক্রিকেট একাদশ আশাশুনি ক্রিকেট একাদশকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়। দ্বিতীয় খেলায় বুধহাটা ক্রিকেট একাদশ কুল্যা ক্রিকেট একাদশকে হারিয়ে ফাইনালে উত্তীর্ণ হয়। ফাইনাল খেলায় বুধহাটা ক্রিকেট একাদশ শোভনালী ক্রিকেট একাদশ কে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা উদ্বোধন করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী বিশিষ্ট আইনজীবী শহিদুল ইসলাম।খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারী ডাক্তার রোকনুজ্জামান,অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী আজারুল ইসলাম,যুব নেতা এনামুল কবির,আই বি ডব্লিউ এফ নেতা আকতারুজ্জামান প্রমুখ।