admin
- ১৮ ডিসেম্বর, ২০২৪ / ৪২ Time View
অনলাইন ডেস্ক: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, ভারতীয় গণমাধ্যম আওয়ামী লীগের ন্যারেটিভ বাস্তবায়নে মিথ্যাচার করছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশে পররাষ্ট্রনীতি হবে ন্যায্যতার ভিত্তিতে। ভারতসহ যেকোনো রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হবে সমতা বজায় রেখে।
তিনি স্পষ্ট করে উল্লেখ করেন, “ভারতকে নতুন বাস্তবতা মেনে নিতে হবে। নতজানু পররাষ্ট্রনীতি চলবে না।”
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা অভিযোগ করেন, ভারতীয় মিডিয়া সহকারী হাইকমিশনে হামলা এবং সীমান্তে প্রাণহানির ঘটনায় অতিরঞ্জিত তথ্য প্রচার করছে। তিনি বলেন, এসব প্রচারণা উদ্দেশ্যপ্রণোদিত এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের অংশ।
“ভারতীয় মিডিয়া বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। অথচ বাস্তবতা হলো, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আওয়ামী লীগই বিগত সময়ে দমন-পীড়ন চালিয়েছে।”
নাহিদ ইসলাম জানান, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতকে এসব অপপ্রচারের বিষয়ে সতর্ক করেছে। তিনি বলেন, “আমরা ভারতকে বলেছি, শেখ হাসিনাকে ফেরত চাইলে দ্রুত তা করতে হবে।”
সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে ভারত সরকারের আরও সচেষ্ট হওয়া উচিত বলে মনে করেন নাহিদ ইসলাম। তিনি আশাবাদ ব্যক্ত করেন, “ভারতের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে, তবে তাদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে।”
তিনি আরও দাবি করেন, সংখ্যালঘু ইস্যুতে ভারতীয় মিডিয়া অতিরঞ্জিত তথ্য তুলে ধরছে। “আমাদের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতা থাকলেও সেটা আওয়ামী লীগের কারণে। অথচ তারা নিজেদের সংখ্যালঘুবান্ধব বলে প্রচার করতে চায়।”