সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
পটুয়াখালীতে কলেজছাত্রী ও নারী পুলিশ কনস্টেবলের লা’শ উদ্ধার টিপ ও চাদর পরিয়ে বহিরাগত যুবককে রুমে নিয়ে গেল জাবি ছাত্রী জবাবদিহি নিশ্চিতে গোপালগঞ্জের জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা একমুঠো খাবারের জন্য অসহায় বৃদ্ধা মায়ের হা’হা’কা’র শ্যামনগরের ভেটখালীতে অবৈধ দখল উচ্ছেদ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট  কালিগঞ্জের মথুরেশপুরে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ চুকনগরে ভ্যানে ধাক্কা দিয়ে বাস খাদে! সাতক্ষীরার মধুমোল্লারডাংগীর মফিজুল নি’হ’ত শ্যামনগরে প্রতিপক্ষের হা’ম’লা’য় নারী-পুরুষসহ আ’হ’ত ৩ সাতক্ষীরা সীমান্ত থেকে জব্দকৃত বিপুল পরিমাণ মা’দ’ক’দ্রব্য ধ্বং’স করলো বিজিবি

মৃত্যুর চার মাস পর শ্যামনগরে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

এসভি ডেস্ক: মৃত্যুর চার মাস পর শ্যামনগরে মায়া খাতুন (২৪) নামে এক নারীর লাশ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুনের নেতৃত্বে ভুরুলিয়া ইউনিয়নের রুদ্রপুর গ্রাম হতে লাশ উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন হয়।

এসময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান এবং শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ন কবির মোল্লা।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১০ আগস্ট মায়া খাতুন স্বামীর বাড়িতে বিষ পান করে আত্মহত্যা করেন বলে দাবি করা হয় এবং উভয় পরিবারের সম্মতিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পারিবারিকভাবে দাফন করা হয়। তবে পরবর্তী সময়ে মায়ার মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হলে মৃতের মা ফজিলা বেগম গত ১২ সেপ্টেম্বর সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা (মামলা নং ৪৩৯/২৪) দায়ের করেন। মামলায় মায়ার স্বামী মোঃ রাশিদুল ইসলাম, স্বামীর আত্মীয় হাফিজুর রহমানসহ আরও ৩-৪ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়।

মামলাটি আদালতের নজরে এলে রহস্য উদঘাটনে কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ প্রদান করা হয়। সেই নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে লাশটি উত্তোলন করা হয়।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন বলেন, ‘আদালতের নির্দেশে মায়া খাতুনের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মায়া খাতুনের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে
ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com