উপজেলা প্রশাসন:উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন,স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন,বিজয় মেলা,মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা,ক্রীড়া অনুষ্ঠান,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন,থানা পুলিশ,জাতীয়তাবাদী দল বিএনপি,জামায়াতের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠান, প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে নানা শ্রেণি পেশার মানুষ কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।
উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন,কৃষি অফিসার এনামুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার,নায়েবে আমীর মাওঃ নূরুল আবছার মোর্তজা ও বীর মুক্তিযোদ্ধা শামীম মামুন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৭ জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে একটি করে গরম কাপড় ও আর্থিক উপহার প্রদান করা হয়। এছাড়া আশাশুনি সরকারি কলেজ,ইসলামিক ফাউন্ডেশনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।