শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
পিঠার গন্ধে ভালোবাসার বন্ধন: ভিবিডি সাতক্ষীরার উদ্যোগে পিঠা উৎসব জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার কর্মী শিক্ষা শিবির বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখার সুধী সমাবেশ ব্রহ্মরাজপুর বাজারে সালমান মেডিকেল হলের উদ্বোধন পটুয়াখালী-মির্জাগঞ্জ আঞ্চলিক সড়কে অতিরিক্ত পন্য পরিবহন করায় ৭ ট্রাক আটক; অর্থদন্ড গোপালগঞ্জে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ৩ সোনালী অতীত এফসি’র আহবায়ক কমিটি গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ভিবিডি সাতক্ষীরার নেতৃত্বে ইব্রাহিম খলিল পূর্ব শত্রুতার জেরে তারালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে পিটিয়ে জখম সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু

সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি: আজ ১৬ ডিসম্বের। ৫৪ তম মহান বিজয় দিবস। বাঙালী জাতির হাজার বছরের বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের  বিনিময়ে বাঙালি স্বাধীনতার সুখ পেয়েছিল এদিনটিতে।

দিবসটি উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে  জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের আয়োজনে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ও জেলা পুলিশ সুপার মুহাম্মাদ মনিরুল ইসলাম।  পরে জামায়াতে ইসলামী জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের নেতৃত্বে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত হয়। এছাড়া শহীদ আব্দুর রাজ্জাকের মাজারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগনসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর  শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মহান বিজয় দিবসের উদ্বোধন করা হয়। সবশেষে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, রক্তদান কর্মসূচি ও প্রীতি ফুটবল ম্যাচসহ বিভিপ্রতিষ্ঠানে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ  পুলিশ সুপার মুহাম্মদ মনিরুল ইসলাম, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ মো. আব্দুস সালাম,অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিঞ্চুপদ পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান ও আমিনুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল প্রমূখ।

এসময় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক/ শিক্ষার্থীসহ  বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com