সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
পটুয়াখালীতে কলেজছাত্রী ও নারী পুলিশ কনস্টেবলের লা’শ উদ্ধার টিপ ও চাদর পরিয়ে বহিরাগত যুবককে রুমে নিয়ে গেল জাবি ছাত্রী জবাবদিহি নিশ্চিতে গোপালগঞ্জের জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা একমুঠো খাবারের জন্য অসহায় বৃদ্ধা মায়ের হা’হা’কা’র শ্যামনগরের ভেটখালীতে অবৈধ দখল উচ্ছেদ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট  কালিগঞ্জের মথুরেশপুরে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ চুকনগরে ভ্যানে ধাক্কা দিয়ে বাস খাদে! সাতক্ষীরার মধুমোল্লারডাংগীর মফিজুল নি’হ’ত শ্যামনগরে প্রতিপক্ষের হা’ম’লা’য় নারী-পুরুষসহ আ’হ’ত ৩ সাতক্ষীরা সীমান্ত থেকে জব্দকৃত বিপুল পরিমাণ মা’দ’ক’দ্রব্য ধ্বং’স করলো বিজিবি

যথাযথ মর্যাদায় শ্যামনগরে মহান বিজয় দিবস পালিত

এস এম মিজানুর রহমান, শ্যামনগর: মহান বিজয় দিবস বাংলাদেশের মানুষের জীবনে এক গৌরবময় অধ্যায়। ১৯৭১ সালে পাকিস্তানী বর্বর হানাদার বাহিনীকে পরাজিত করে অর্জিত হয়েছিল রক্তে রঞ্জিত আমাদের লাল সবুজের পতাকা। স্বাধীনতার ৫৩ বছর পূর্তিতে মহান বিজয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,ও বিভিন্ন সংগঠন তিনদিন ব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটির সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শ্যামনগর থানা চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়।

সকাল সাড়ে আটটায় গোপালপুরস্থ মহান মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিসৌধে উপজেলা প্রশাসন এর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত ও দোয়া করেন।

এরপর শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জেলা বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ও যুক্তরাজ্য বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান এর নেতৃত্বে সকাল ৯ টায় একটি র‍্যালি করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, এরপর বিএনপি’র অপর গ্রুপ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ কাজী আলাউদ্দিন ও শ্যামনগর উপজেলা বিএনপি’র সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ ও জেলা কমিটির সদস্য এডভোকেট আশেক এলাহী মুন্নার নেতৃত্বে একটি বিশাল র‍্যালি করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর বিভিন্ন সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্প অর্পণ শেষে উপজেলা কৃষক দলের অফিসের সামনে পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, যুক্তরাজ্য বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান,ও শ্যামনগর উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলাইমান কবির, শ্যামনগর উপজেলা বাস স্ট্যান্ডে পথ সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ কাজী আলাউদ্দিন, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আশেক ইলাহী মুন্না,ও জহরুল হক আপু।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ৯ টায় শ্যামনগর মডান স্কুল মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, এরপর বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দের সংবর্ধনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও ক্রীড়া অনুষ্ঠান, রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি শেষ হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com