সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় বিজয় র্যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আসিফ মাহমুদ রিপন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান রাব্বি, শিহাবুজ্জামান এবং মাসুদ আলম।
এ সময় যুগ্ম আহ্বায়ক শিহাবুজ্জামান জানান, মহান মুক্তিযুদ্ধের চেতনায় একটি গণতান্ত্রিক ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। জাতীয় পতাকার মিছিল আমাদের এই সংকল্পের প্রতীক।
র্যালির অংশগ্রহণকারীরা “এ নূতনের কেতন ওড়ে, কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর” স্লোগানে মুখরিত করেন পুরো কলেজ এলাকা।