শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার রাজগঞ্জে এ সংস্কার কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (ডিভিশন-১) এর নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন উপ বিভাগীয় প্রকৌশলী শেখ আল মুয়িজুর রহমান, শাখা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, সার্ভেয়ার প্রকৌশল রুবেল মিয়া, ঠিকাদার শফিউর রহমান প্রমূখ।
উদ্বোধনকালে নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দীন বলেন, ‘সাতক্ষীরা জেলার পোল্ডার নং ১, ২, ৬-৮(নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্প’র আওতায় ৩ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে তিনটি স্লুইচ গেট সংস্কার করা হবে। তার মধ্যে এটি একটি। এই স্লুইচ গেটটি সংস্কার করা হলে বেতনা নদীর সাথে সরাসরি মরিচ্চাপ নদীর সংযোগ স্থাপন হবে। এতে প্রাণসায়ের খাল প্রাণ ফিরে পাবে।’