শনিবার, ১৪ Jun ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
মা/দক বিক্রিতে বাধা দেয়ায় হা/ম/লা! প্রতিবাদে সাতক্ষীরায় এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরায় জামায়াতের রুকন প্রার্থী শিক্ষাশিবির অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে ইমামদের ঈদ পূণর্মিলন ও প্রশিক্ষণ কর্মশালা তালায় মানব উন্নয়ন ফাউন্ডেশনের ঈদ অনুষ্ঠানের পুরস্কার বিতরণ গোপালগঞ্জের কাশিয়ানীতে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব আ.লীগ নেতা শাহাবুদ্দিন আজমকে গোপালগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে ঈদ পুণর্মিলনী খালেদা জিয়ার জন্য ‘কালো মানিক’ নিয়ে ঢাকায় ভক্ত সাতক্ষীরার ৩৬ শহীদ পরিবারের মাঝে জামায়াতের উপহার বিতরণ ৩৫০জন ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ঈদ সামগ্রী তুলে দিলেন গোপালগঞ্জের ডিসি

শ্যামনগরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

এস এম মিজানুর রহমান, শ্যামনগর: মুক্তচিন্তা বুদ্ধিসম্পন্ন জাতি গঠনের প্রত্যয় নিয়ে সাতক্ষীরার শ্যামনগরে শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে উপজেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসুচী গ্রহন করা হয়। এর আগে বেলা ১০টায় উপজেলা পরিষদ চত্তরের শহীদ স্মৃতিস্থম্ভে পুষ্পার্ঘ্য অর্পনসহ শহীদ বুদ্ধিজীবিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

দিবসের তাৎপর্য্য তুলে ধরে পরবর্তীতে বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা জাতিকে মেধাশুন্য করার অপপ্রয়াসের ঘটনায় তীব্র নিন্দা জানান। এছাড়া শহীদ বুদ্ধিজীবিদের ত্যাগের উপর দাড়িয়ে আদর্শিক সোনার বাংলা গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এসময় অন্যান্যের বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা জিয়াদ আলী, সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর মোল্যা, ডাঃ জিয়াউর রহমান, বিএনপি সভাপতি আব্দুল ওয়াহেদ, জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারী রেজাউল ইসলাম, প্রাক্তন শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, নাসিমা আনোয়ার, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির, তাজরিন সুলতানা তৃণা প্রমুখ।
এদিকে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে শ্যামনগর সরকারি মহসীন কলেজ ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন করে। অধ্যক্ষ ড. আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন শিক্ষক কাউন্সিলের ড. প্রতাপ কুমার রায়, শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কমিটির আহবায়ক ইসলামী শিক্ষা বিভাগের প্রধান ড. মোঃ জহুরুল ইসলাম।

এসময় অন্যান্যের মধ্যে শিক্ষক-শিক্ষার্থীসহ রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট সদস্যসহ কলেজের অপরাপর কর্মকর্তা কর্মচারীরা। আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবিদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com