সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: ঘের মালিকদের গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবক কাজলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রাত ১০ টার দিকে সাতক্ষীরা সদরের বল্লী ইউনিয়নের কাঠালতলা এলাকায় ওই ঘটনা ঘটে।
কাজল সাতক্ষীরা সদরের শিবনগর গ্রামের ছাত্তার ঢালীর একমাত্র ছেলে।
স্থানীয়রা জানান, কাঁঠালতলা গ্রামের কুলতলা নামক ঘেরের মেইন তার পানি ছুঁই ছুঁই অবস্থায় দীর্ঘদিন থাকলেও ঘের মালিকরা কোন ব্যবস্থা না নেওয়ায় মাছ ধরার সময় অ-সাবধানতার বসত বিদ্যুতের মেইন তার গলায় বেঁধে ঘনাস্থলেই কাজলের মৃত্যু হয়। এ সময় ঘেরের কর্মচারীরা ঘেরে ছিলো না বলে জানা যায়। তবে তার মৃত্যুতে ঘের মালিককে দুষছেন স্থানীয়রা।
স্থানীয়রা আরো জানান, ঝড়ের কবলে দীর্ঘদিন মেইন লাইনের তার ঝুলে ছিল ঘেরের পানি বরাবর। দীর্ঘদিন মেইন লাইনের তার ঘেরের পানির কাছাকাছি থাকলেও ঘের পরিচালনা কমিটি পল্লী বিদ্যুৎ অফিসে খুটি উঁচু করার আবেদন না করায় আজ কাজলের এই মৃত্যুর ঘটনা ঘটেছে।