সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:২৩ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় সাতক্ষীরায় জেলা প্রশাসনের সাথে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মুন্ডাদের মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গণমাধ্যম ও উন্নয়ন বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান সমষ্টির কারগরি সহায়তায় কমিউনিটি রেডিও ‘রেডিও নলতা ৯৯.২’ এই সভার আয়োজন করে।
বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সভায় সভাপতিত্ব করেন দেশটিভির সাংবাদিক ও সমষ্টির খুলনা বিভাগীয় সমন্বয়ক শরীফুল্লাহ কায়সার সুমন।
স্বাগত বক্তব্য রাখেন, গণমাধ্যম বিষয়ক বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান সমষ্টির নির্বাহী পরিচালক ও চ্যানেল আই এর প্রধান বার্তা সম্পাদক মীর মাশরুর জামান, জেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা সমাজসেবা কর্মকর্তা সন্তোষ কুমার নাথ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফরহাদ জামিল।
আলোচনা করেন, সমষ্টি’র প্রজেক্টের প্রোগ্রাম অফিসার জাহিদুল হক খান, রেডিও নলতা’র স্টেশন ম্যানেজার মামুন হোসেন, গোপাল চন্দ্র মুন্ডা, অর্চনা মুন্ডা, শিবানী মুন্ডা, অসিত মুন্ডা প্রমুখ।
সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ‘আমার কথা আছে সুবিধা বঞ্চিতদের নিয়ে। আমার কথা আছে ভূমিদস্যু ও দখলদারদের বিরুদ্ধে। যারা এগুলোর সাথে জড়িত তারা সাবধান হবেন। অসহায় মানুষগুলো যাতে শান্তিতে বসবাস করতে পারে এবং সরকারি সকল সুবিধা পেতে পারে সে জন্যই আমি কাজ করে যাবো।’