সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় এক মহিলা নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই ঘটনা ঘটে।
নিহত নবিছন বিবি (৫৬) কেরালকাতার নাকিলা গ্রামের নিছার আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে সাতক্ষীরাগামী বাস যার (নং- যশোর –জ ১১-০০৩৯) এর সাথে ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষ হলে নবিছন বিবি গুরুতর আহত হন। আহতাবস্থায় তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত নবিছোন বিবির স্ত্রী নিছার আলী (৬০)কে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। একই গ্রামের আহত ভ্যানচালক ঈমান আলী (৫২) কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।