মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় এম এ গফফার হল অডিটোরিয়ামে অধ্যক্ষ ডক্টর রবিউল ইসলাম খানের সভাপতিত্বে এবং ল স্টুডেন্টস ফোরামের সাবেক সভাপতি এস এম বিপ্লব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এড. এম শাহ আলম।
আরও উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এড. শেখ ইমদাদুল ইসলাম, এড. হাসনাহেনা খান, এড. খগেন্দ্র, প্রভাষক এড. সিরাজুল ইসলাম প্রভাষক এড. মুনির উদ্দীন, এড. বায়জিদ রনি, এড. সুধাণ্য সরকার, এড. মনোয়ারা পারভিন মিলি, প্রভাষক ইদ্রিস আলী, প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক কাজী শাহাবুদ্দিন সাজু, সহ-সভাপতি জান্নাতুল নাহার, মহিলা বিষয়ক সম্পাদক সায়েদা সোহেলী, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সালাউদ্দিন রানা, সাধারণ সম্পাদ অহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও নতুন কমিটির অভিষেক হয়েছে, নবনির্বাচিত সভাপতি মো: ফিরোজ আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবি রায়হান, সিনিয়র সহ-সভাপতি সদানন্দ কুমার সরকার, সহ-সভাপতি স্বপ্না সরদার, বিকাশ চক্রবর্তী সহ-সভাপতি মহিলা জাকিয়া রহমান জবা যুগ্ম সাধারণ সম্পাদক জি এম তোফায়েল আমিন আবুল হাসান যুগ্ম সাধারণ সম্পাদক মহিলা সানজিদা হিট সাংগঠনিক সম্পাদক কাজী মারুফ হোসেন সহসাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান সহ-সাং সাংগঠনিক সম্পাদক মহিলা নাজনীন নাহার অর্থ সম্পাদক শরিফুল ইসলাম দপ্তর সম্পাদক প্রিয়াঙ্কা হাজরা, সমাজকল্যাণ সম্পাদক ফরিদা ইয়াসমিন শিলা, শিক্ষা ও সাহিত্য সম্পাদক রাহেল আক্তার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রুবাইয়া রহমান রিনা, ক্রিড়া ও সংস্কৃতি সম্পাদক মো: নাহিদ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেনাজ আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আক্তার, সদস্য তহমিনা আয়শা নীল প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আইনজীবী হতে গেলে পড়ার বিকল্প কিছুই নাই। কোন আইন, কোথায় আছে এটা জানতে হবে। পাশাপাশি নিজেদের নীতি নৈতিকতার জায়গা ঠিক রাখতে হবে। আইনজীবী হয়ে কারো কাছে বিক্রি হওয়া যাবে না। যারা নতুন আইনজীবী হচ্ছেন তাদের সার্বিক সহযোগিতার কথা দেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়াও শিক্ষার্থীদের বিভিন্ন দাবি পূরণ করার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে ক্রেস্ট প্রদানের মাধ্যমে নতুন কমিটিকে বরণ করে নেয়া হয় এবং সদ্য বিদায়ী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়।এছাড়াও নতুন কমিটির সবাইকে শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান সাতক্ষীরা ল কলেজের অধ্যক্ষ ডক্টর রবিউল ইসলাম খান।