সাতক্ষীরা সদর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক আব্দুর শহীদের সভাপতিত্বে ও স্বাস্থ্য সহকারী এ্যাসোসিয়েশনের জেলার
মোঃ আলী হোসেনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আফিয়া দিল রুবা শিরিন।
আলোচনা শেষে ভোটের মধ্য দিয়ে ৫২ জন স্বাস্থ্য সহকারীদের উপস্থিতে গোপন ভোটের মাধ্যমে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন টানা তৃতীয় বারের ন্যায় মোঃ মোশারফ হোসেন , সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে।
সাধারণ সম্পাদক পদে মোঃ মনিরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক পদে সাজু আহমেদ নির্বাচিত হয়েছেন।