শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি: পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার(৯ ডিসেম্বর)সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে দিবসটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
দুর্নীতি দমন কমিশন-দুদক, উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি,এনজিও আইডিও’র জেলে নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে ও ওয়াক্স ফর্ম এর অর্থায়নে শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন ইউএনও। পরে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হল রুমে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা”প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আজহার উদ্দীনের সভাপতিত্বে ও আকরাব হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।বিশেষ অতিথির আলোচনা রাখেন-আইডিও’র নির্বাহী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান।অন্যদের মধ্যে ফিল্ড মোবিলাইজার মোমিনুর রহমান,হোসনে আরা খাতুন,ভলেন্টিয়ার মিতা রানীসহ ১০ ইউনিয়নের জেলে নারী সদস্যগন উপস্থিত ছিলেন। অপরদিকে লক্ষী খোলায় দিবসটি উপলক্ষে মোমবাতি প্রজ্বলন করা হয়।