গত ৯ ডিসেম্বর অনলাইন নিউজ পোর্টাল সাতক্ষীরা ভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সদরের শিয়ালডাঙ্গা গ্রামের নজরুল গাইনের ছেলে সোহাগ। বিবৃতিতে তিনি লিখেছেন ‘আমি সোহাগ, আমাকে এই প্রতিবেদনে একজন যুবলীগ নেতা ও ওই মহিলাকে অত্যাচার করা একজন অত্যাচারী বানানো হয়েছে। কিন্তু আমি সকলের অবগতির জন্য জানাতে চাই যে, আমি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। যদি কোন আওয়ামী লীগের কমিটিতে আমার নাম পাওয়া বা আওয়ামী লীগের কোন ব্যক্তির সঙ্গে থেকে কোন অপরাধমূলক কাজে আমাকে জড়িত পাওয়া যায় তাহলে বাংলাদেশের আইন অনুযায়ী আমার যে শাস্তি হইবে আমি সেটা মাথা পেতে নেব। আমি ব্যবসায়িক সম্পর্কের বাইরে কোন দলের কোন নেতার সাথে কোন রকম কোন সম্পর্ক তৈরি করিনি। শুধুমাত্র জামাত-বিএনপি’র সাথে সম্পর্ক থাকার কারণে আমাকে অমানুষিক পুলিশই নির্যাতন সহ্য করতে হয়েছে ও নগদ এক লক্ষ টাকা দিতে হয়েছে। আর শাহীদ ভাইয়ের বাড়িতে যে ঘটনা ঘটছে ঐ ঘটনা ঘটকালীন সময়ে আমি উপস্থিত ছিলাম না। কোন প্রত্যক্ষদর্শী যদি বলতে পারে ঘটনাকালীন সময়ে আমি উপস্থিত ছিলাম তাহলে সকল দোষ আমি ঘাড়ে নেব। আমি ঘটনা কখন ঘটছে, কিভাবে ঘটছে এ সম্পর্কে কিছুই জানিনা। হয়তোবা অনাকাঙ্ক্ষিতভাবে আমার নামটি চলে এসেছে। বিষয়টা পুনরায় বিচক্ষণতার সহিত তদন্ত করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি।’