সোমবার (৯ ডিসেম্বর) সকালে তালা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মোঃ রাসেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেখ শফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজ উদ্দীন, সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, গুলশান আরা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম প্রমুখ।