শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা সদরে পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মসূচি পালিত।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সামিউল আজম মনির ও সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল এর নেতৃত্বে প্রেসক্লাবের কর্তব্যরত সাংবাদিকগণ এই পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নেয়।
সাংবাদিকরা সেটেলমেন্ট অফিস হয়ে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে দিয়ে, বাস স্ট্যান্ড, চৌরাস্তা মোড় হয়ে, বাবলাতলা, সদর ইউনিয়ন পরিষদ হয়ে মুদিখানা বাজার ও মাছ বাজার হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা সড়ক দিয়ে উপজেলা মেন সড়ক পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলে।
এ সময় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন পরিষ্কার পরিচ্ছন্নতার সহিত একাত্মতা ঘোষণা করে সাংবাদিকদের ধন্যবাদ জানান। এছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।