শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
কলারোয়া প্রতিনিধি: ২৪ হাজার ৫শত জাল টাকা ও জাল টাকা তৈরির মেশিনসহ ২ জনকে গ্রেপ্তার করেছে কলারোয়া থানা পুলিশ।
শুক্রবার( ৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে কলারোয়া উপজেলার ঝিকরা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন ঝিকরা গ্রামের আবুল কাশেমের ছেলে কবিরুল ইসলাম(৩০) ও মিজানুর রহমানের ছেলে জুয়েল হোসেন(২৭)।
কলারোয়া থানার ওসি সামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিয়মিত মামলা রুজু করে আসামীদ্বয়কে বিধি মোতাবেক পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’