শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
সাতক্ষীরা পৌর ৯নং ওয়ার্ড বিএনপির মতবিনিময় ও কর্মীসভা পিঠার গন্ধে ভালোবাসার বন্ধন: ভিবিডি সাতক্ষীরার উদ্যোগে পিঠা উৎসব জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার কর্মী শিক্ষা শিবির বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখার সুধী সমাবেশ ব্রহ্মরাজপুর বাজারে সালমান মেডিকেল হলের উদ্বোধন পটুয়াখালী-মির্জাগঞ্জ আঞ্চলিক সড়কে অতিরিক্ত পন্য পরিবহন করায় ৭ ট্রাক আটক; অর্থদন্ড গোপালগঞ্জে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ৩ সোনালী অতীত এফসি’র আহবায়ক কমিটি গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ভিবিডি সাতক্ষীরার নেতৃত্বে ইব্রাহিম খলিল পূর্ব শত্রুতার জেরে তারালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে পিটিয়ে জখম

প্রতিপক্ষকে ফাঁসাতে ছেলেকে ১৯ মাস আত্মগোপনে রাখেন বাবা

নিজস্ব প্রতিনিধি: প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের ছেলেকে রাখেন আত্মগোপনে। পরে অপহরণ মামলা করেন বাবা। এজন্য অবশেষে ১৯ মাস পর আত্মগোপনে থাকা ওই যুবককে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ঢাকার আশুলিয়া থানার ঠাকুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে আটক করেছে সাতক্ষীরার পিবিআই।

আত্মগোপনে থাকা যুবকের নাম তানভীর ইসলাম। তিনি সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

সাতক্ষীরা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার নুর ইসলাম জানান, আত্মগোপনে থাকা তানভীর ইসলামের বাবা শহিদুল ইসলামের সঙ্গে তালা উপজেলার ইসলামকাটি গ্রামের রবিউল ইসলামের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে একসময় বাকবিতণ্ডা হয়। এর জেরে রবিউল ইসলামকে ফাঁসাতে নিজের ছেলের বয়স ২৪ বছরের স্থলে ১৭ বছর দেখিয়ে পরিকল্পিতভাবে আত্মগোপনে পাঠায় বাবা শহিদুল ইসলাম। এরপর তানভিরকে অপহরণ করা হয়েছে নাটক সাজিয়ে মিথ্যা অভিযোগ এনে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে রবিউল ইসলামসহ ৪ জনকে আসামি করে একটি পিটিশন মামলা করেন।

তিনি বলেন, আদালতের নির্দেশে পিবিআই তদন্ত শুরু করে। দীর্ঘ তদন্ত শেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় পিবিআই সাতক্ষীরার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আসাদুজ্জামানের নেতৃত্বে তানভীরকে ঢাকার আশুলিয়া থানার ঠাকুরপাড়া এলাকা থেকে আটক করা হয়। আটক তানভীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com