শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
পিঠার গন্ধে ভালোবাসার বন্ধন: ভিবিডি সাতক্ষীরার উদ্যোগে পিঠা উৎসব জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার কর্মী শিক্ষা শিবির বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখার সুধী সমাবেশ ব্রহ্মরাজপুর বাজারে সালমান মেডিকেল হলের উদ্বোধন পটুয়াখালী-মির্জাগঞ্জ আঞ্চলিক সড়কে অতিরিক্ত পন্য পরিবহন করায় ৭ ট্রাক আটক; অর্থদন্ড গোপালগঞ্জে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ৩ সোনালী অতীত এফসি’র আহবায়ক কমিটি গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ভিবিডি সাতক্ষীরার নেতৃত্বে ইব্রাহিম খলিল পূর্ব শত্রুতার জেরে তারালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে পিটিয়ে জখম সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু

এসআই প্রহ্লাদের চাকুরী হতে অপসারণের দাবীতে আশাশুনিতে মানববন্ধন ও বিক্ষোভ

বিশেষ প্রতিনিধি, আশাশুনি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কুলতিয়ায় মামলাবাজ, আওয়ামীলীগের তাবেদার দুর্নীতিবাজ এসআই প্রহ্লাদ রায় কে চাকুরী হতে অপসারণ করে ও শাস্তির দাবীতে দিত্বীয় বার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৬ ডিসেম্বর) বেলা ১১ টায় কুলতিয়া মোড়ে কুল্যা টু সাতক্ষীরা সড়কে উপর এ কর্মসূচি পালন করা হয়।

কুল্যা গ্রামবাসী ও সর্বস্তরের মানুষের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, কুল্যা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলামিন হোসেন বাদশাহ,, অর্থ সম্পাদক নাসির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল হান্নান, মোঃ সিদ্দিক সরদার প্রমুখ। এসময় বক্তারা ভুক্তভোগী সিদ্দিক সরদার, নাসির সরদার, রফিকুল ইসলাম সাহাজী, মুক্তার আলী, স্বপন রায়, ভুবন রায়, ছবেদা খাতুন, শাহিনুর ইসলাম সহ এস আই প্রহ্লাদ কর্তৃক এলাকার বিভিন্ন মানুষকে হয়রানি বর্ণনা তুলে ধরেন।বক্তাগণ আরোও বলেন, আমরা গতদিন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করার পরে বহু অপকর্মের হোতা এস আই প্রহ্লাদ দৌড়ঝাঁপ এবং অপকর্ম ঢাকতে ম্যানেজ করা শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের দ্বিতীয়বারের মতো মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। তাকে চাকুরী হতে অপসারণ ও শাস্তি না দেওয়া পর্যন্ত চলবে।এস আই প্রহ্লাদ কুল্যা গ্রামের তপন রায় এর ছেলে ও বাংলাদেশ পুলিশের এসআই পদে মেহেরপুর জেলায় কর্মরত আছেন। তিনি আওয়ামী লীগের একজন দোসর। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন কুল্যা গ্রামের অসহায় নিরীহ মানুষদেরকে পুলিশের ভয় দেখিয়ে দাবিয়ে রেখেছিলেন। জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের রাতের ঘুম হারাম করে দিয়েছিলেন। অবৈধ ক্ষমতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের নামে মাদক ছিনতাই, নাশকতা মামলা সহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন এস আই প্রহ্লদ। ফ্যাসিবাদ আওয়ামীলীগের দোসর প্রহ্লাদ ঘুষ বাণিজ্যের মাধ্যমে কালোটাকা উপার্জন করে শহরে ও বিভিন্ন এলাকায় বহু সম্পদের অধিকারী হয়েছেন। গরীবের ঘরের ছেলে এখন সম্পদের পাহাড় গড়েছেন। তার সহায়তায় নেমে তৎকালীন ওসি এলাকার মানুষকে জিম্মী করে হয়রানী, নির্যাতন ও টাকা হাতিয়েছেন। বিনা অপরাধে কারাভোগকারী ভুক্তভোগিরাসহ এলাকার মানুষ তদন্তপূর্বক তাকে সাসপেন্ড ও শাস্তির আওতায় আনতে জোর দাবী জানান।

মানববন্ধন শেষে মেইন সড়কের বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com