সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
পটুয়াখালীতে কলেজছাত্রী ও নারী পুলিশ কনস্টেবলের লা’শ উদ্ধার টিপ ও চাদর পরিয়ে বহিরাগত যুবককে রুমে নিয়ে গেল জাবি ছাত্রী জবাবদিহি নিশ্চিতে গোপালগঞ্জের জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা একমুঠো খাবারের জন্য অসহায় বৃদ্ধা মায়ের হা’হা’কা’র শ্যামনগরের ভেটখালীতে অবৈধ দখল উচ্ছেদ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট  কালিগঞ্জের মথুরেশপুরে কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ চুকনগরে ভ্যানে ধাক্কা দিয়ে বাস খাদে! সাতক্ষীরার মধুমোল্লারডাংগীর মফিজুল নি’হ’ত শ্যামনগরে প্রতিপক্ষের হা’ম’লা’য় নারী-পুরুষসহ আ’হ’ত ৩ সাতক্ষীরা সীমান্ত থেকে জব্দকৃত বিপুল পরিমাণ মা’দ’ক’দ্রব্য ধ্বং’স করলো বিজিবি

আওয়ামী লীগকে পুর্নবাসনের জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: নুর

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের ১৫ বছরের ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে পুর্নবাসনের জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। কেউ কেউ ফ্যাসিবাদের সাথে আঁতাত করে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার কথাও বলছে।’
শুক্রবার (৬ ডিসেম্বর) মিরপুর ১০ সিটি করপোরেশন অফিসের উত্তর পাশে, ফকির বাড়ি লেনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জুলাই আগস্টে ছাত্র জনতার গণআন্দোলনে আহতদের সুস্থতা কামনা ও শহীদদের স্মরণে সভার আয়োজন করে গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তর মিরপুর জোন।
নুরুল হক নুর বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে নতুন দেশ পেয়েছি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে আওয়ামী লীগ দেশকে ভারতের তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই যেন এক থাকতে পারি সে লক্ষে সবাইকে এক থাকতে হবে।
আওয়ামী লীগ নিষিদ্ধে কোন আপস চলবে না। মনে রাখতে হবে পরাজিত শক্তি যেকোন সময় ফিরে আসতে পারে, তাই সজাগ থাকতে হবে।
তিনি বলেন, ‘বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশে হিন্দু ভাইদের ওপর নির্যাতন হচ্ছে, নিপিড়ীন হচ্ছে, এমন নির্লজ্জ মিথ্যাচার আর হতে পারে না।
ভারতে বাংলাদেশের উপ হাইকমিশনে হামলা করেছে। একদিকে অপপ্রচার অন্য দিকে হামলা এসব করে ভারত যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে চাইছে। আমরা বলছি দুই দেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে,তাহলে ভারত কেন বিরূপ আচরণ করছে। পৃথিবীর বিভিন্ন দেশে যারা বাংলাদেশি রয়েছে তাদের বলবো আপনারা এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন।
সরকারের উদ্দেশে নুরুল হক বলেন, শেখ হাসিনার আমলে যে দানবীয় রাষ্ট্র গড়ে তুলেছিল তার পরিবর্তনের জন্য ছাত্র জনতা জীবন দিয়েছিল।
রাতারাতি নির্বাচন হলে এই পরিস্থিতির পরিবর্তন হবে না। আমরা এই সরকারকে সময় দিতে চাই। সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনে করে দেশ সংস্কারকে এগিয়ে নিতে হবে। সরকারের সকল দলের প্রতিনিধি থাকলে তখন রাস্তায় আর আন্দোলন হবে না। সংস্কারে সবার অংশগ্রহণ থাকলে দেশকে এগিয়ে নেওয়া সহজ হবে।
গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, ‘বাংলাদেশ নামক রাষ্ট্রটি দীর্ঘ ১৫ বছর ভারতের কাছে বর্গা দিয়েছিলো শেখ হাসিনা। আগস্টে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, কিন্তু ভারত তার পুরোনো বন্ধু শেখ হাসিনাকে নিজ দেশে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের মাধ্যমে বাংলাদেশকে বিপদে ফেলতে চাচ্ছে।
সভায় সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদ মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান ও মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বক্তব্য দেন, গণঅধিকার পরিষদ মহানগর দক্ষিণের সভাপতি নাজিমউদ্দীন, সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিল, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সুহেল রানা সম্পদ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com