শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
পিঠার গন্ধে ভালোবাসার বন্ধন: ভিবিডি সাতক্ষীরার উদ্যোগে পিঠা উৎসব জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার কর্মী শিক্ষা শিবির বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখার সুধী সমাবেশ ব্রহ্মরাজপুর বাজারে সালমান মেডিকেল হলের উদ্বোধন পটুয়াখালী-মির্জাগঞ্জ আঞ্চলিক সড়কে অতিরিক্ত পন্য পরিবহন করায় ৭ ট্রাক আটক; অর্থদন্ড গোপালগঞ্জে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ৩ সোনালী অতীত এফসি’র আহবায়ক কমিটি গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ভিবিডি সাতক্ষীরার নেতৃত্বে ইব্রাহিম খলিল পূর্ব শত্রুতার জেরে তারালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে পিটিয়ে জখম সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু

বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থ পরিবারের পুণর্বাসনে বন্ধুজনের সহায়তা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় বন্যা-পরবর্তী ক্ষতিগ্রস্থ পরিবারের পুণর্বাসনে সহায়তা করেছে খবরের কাগজ পত্রিকার পাঠক সংগঠন ‘বন্ধুজন’।
সোমবার বিকালে সাতক্ষীরা বন্ধুজনের উদ্যোগে শহরের ম্যানগ্রোভ সভাঘরে জেলার সদর ও তালা উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে এ সহায়তা তুলে দেয়া হয়।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সাতক্ষীরা বন্ধুজনের সভাপতি অর্পণ বসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও বন্ধুজন সাতক্ষীরার উপদেষ্টা অ্যাড. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খবরের কাগজ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও বন্ধুজন সাতক্ষীরার উপদেষ্টা নাজমুল শাহাদাৎ জাকির, মানগ্রোভ সাহিত্যের এডিটর স.ম তুহিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বন্ধুজনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল। বিশেষ করে, ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফেরাতে বন্যা পরবর্তী সহায়তা এখন খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘমেয়াদী পুনর্বাসনে সহায়তা করার লক্ষ্য নিয়ে বন্ধুজন যে পদক্ষেপ নিয়ে একযোগে কাজ করছে সেটা প্রশংসনীয়।

বক্তারা আরো বলেন, বন্ধুজন সাতক্ষীরার কমিটি গঠনের পর থেকে সংগঠনের সদস্যরা বিভিন্ন ইতিবাচক কাজ করে যাচ্ছে। বিগত মাসে চিকিৎসা-শিক্ষায় ৪৩ হাজার টাকা সহায়তা দিছে। একই সময়ে অসহায় পরিবারের মাঝে শতশত বস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক মূলক কাজ করে তারা প্রমাণ করেছে জনমানুষের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ তারা।

এজন্য বর্তমানের ন্যায় ভবির্ষতেও সংগঠনটি জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

আলোচনা সভা শেষে উপকারভোগী ২০ পরিবারের মাঝে ৪০০ পিচ মুরগির বাচ্চা বিতরণ করা হয়।

খবরের কাগজের পাঠক সংগঠন বন্ধুজনের পক্ষ থেকে ব্যতিক্রমধর্মী এমন উপহার পেয়ে উপকারভোগী পরিবারগুলো আনন্দে আত্মহারা হয়ে ওঠেন।

এসময় অনুষ্ঠানে অন্যান্যদের ভিতরে উপস্থিত ছিলেন বন্ধুজন সাতক্ষীরার সাংগঠনিক সম্পাদক মো: ফাতিন, মানবসম্পদবিষয়ক সম্পাদক ইসরাত জাহান ফারিহা, নারীবিষয়ক সম্পাদক জামিলা উলফাতুন্নেছা, সাংস্কৃতিক সম্পাদক (চলচ্চিত্র, নাট্য, আবৃত্তি) নুসরাত জাহান জিনিয়া, সাহিত্য, পাঠচক্র ও পাঠাগার সম্পাদক মেহেজাবিন খান, অর্থ সম্পাদক মো: আতিকুর রহমান আসিফ, যোগাযোগ ও প্রচার সম্পাদক মাগফুর হোসাইন, ক্রীড়া সম্পাদক মাসুদুর রহমান, দপ্তর সম্পাদক মো: রিফাত আহম্মেদ, সমাজকল্যাণ সম্পাদক আন্নিষা খান, পরিবেশ, শিক্ষাবিষয়ক সম্পাদক ইসমত জেরিন আফরিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জুবায়ের তামিম, বিজ্ঞানবিষয়ক সম্পাদক তানভীর জামান নাফিস প্রমুখ।

উল্লেখ্য, বন্যার্তদের পূণর্বাসনের জন্য খবরের কাগজের কর্মীদের একদিনের বেতন বন্ধুজন তহবিলে প্রদান করা হয়। এই তহবিল থেকে বন্ধুজন বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্তদের পূণর্বাসনের নানাভাবে সহায়তা করে আসছে।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com