বুধবার, ১৮ Jun ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
শ্যামনগরে জনতার হাতে ধরা পড়লো দুই ব/নদ/স্যু, আ/গ্নে/য়াস্ত্র উদ্ধার আনুলিয়ায় চলাচলের রাস্তাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হা/ম/লায় রফিক গাজীসহ আ/হত কয়েকজন ইসলামী ব্যাংক  হাসপাতালে ‘এসি ওয়ার্ড’র উদ্বোধন  ব্রহ্মরাজপুর বাজারে দোকান সংস্কারের নামে পিলার দিয়ে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ শ্যামনগরে ভূমিহীন পাচিবালা ও ফাতেমার বন্দোবস্তকৃত জমি দখল করেছে বৃত্তশালী তপন, কমলেশ ও দিলীপ গাইন ইরান-ইসরায়েলের মধ্যে শীঘ্রই একটি চুক্তিতে পৌঁছাবে: ট্রাম্প সাতক্ষীরা জর্জ কোর্টের সাবেক অতিরিক্ত পিপি শেখ মোজাহার কান্টু গ্রেপ্তার খাজরায় উদীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জে চতুর্মুখী সং/ঘ/র্ষে হাইওয়ে পুলিশসহ নি/হ/ত ২, আ/হ/ত ১৫

পুলিশ মামার মাধ্যমে ১৫ লাখ টাকা যৌতুক দাবী করলেন ভাগনে

গাজী হাবিব: যৌতুকের দাবীকৃত ১৫ লাখ টাকা না পেয়ে নড়াইলের গ্রামীণ ব্যাংকের এক ব্রাঞ্চ মানেজার তার স্ত্রীকে তালাকনামা পাঠিয়েছেন স্বামী। এতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত (স্বামী) গ্রামীণ ব্যাংকের নড়াইল জেলার নলদী ব্রাঞ্চ মানেজার ও সাতক্ষীরার ধলবাড়িয়া ইউনিয়নের আশিকুড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মাহমুদুল হাসান।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২০ সালের ডিসেম্বরে পারিবারিকভাবে আলোচনার মাধ্যমে কালিগঞ্জ উপজেলার আমিয়ান গ্রামের নুর ইসলাম জামাতার চাকরি বাবদ নগদ ৪ লাখ টাকা দিয়ে তার কন্যাকে ২ লাখ টাকার কাবিনমূলে বিয়ে দেন মাহমুদুল হাসানের সাথে। এছাড়াও মেয়ের সুখের জন্য বিয়ের পর জামাতাকে মোটর সাইকেল বাবদ ব্যাংকের মাধ্যমে ২ লাখ টাকা এবং ২ লাখ টাকার বিভিন্ন আসবাবপত্র ও ফার্নিচার দেন।
বিয়ের চার বছরের মাঝামাঝি সময়ে অর্থ্যাৎ চলতি বছরের ১৬ আগস্ট মাহমুদুল হাসান কোন ঝামেলা ছাড়াই তার স্ত্রীকে টাকা আনার জন্য নড়াইল থেকে বাপের বাড়ি কালিগঞ্জে রেখে যান। এরপর মাহমুদুল হাসান বিভিন্ন কৌশল অবলম্বন করে টাকা চাওয়া শুরু করেন।
এ নিয়ে ঝামেলা শুরু হলে মেয়ের সংসারের দিকে তাকিয়ে বাবা নুর ইসলাম সাতক্ষীরা জর্জ কোর্টের পিপি এড. আব্দুস সাত্তারের শরণাপন্ন হন। একপর্যায়ে পিপির বাসভবনে গত ২৪ অক্টোবর বসাবসির কথা থাকলেও মাহমুদুল হাসান ও তার স্বজনেরা সেদিন উপস্থিত হননি। এতো কিছুর পরেও ওই গৃহবধু তার শ্বশুরবাড়ীতে নিয়মিত যাতায়াত করতেন।
একপর্যায়ে যৌতুকের ১৫ লাখ টাকা না পেয়ে গত ২৭ অক্টোবর গৃহবধুকে তার শ্বশুর নজরুল ইসলাম, শ্বাশুড়ি মাহফুজা খাতুন ও  মামা শ্বশুর মাহমুদের সহযোগীতায় স্বামী মাহমুদুল হাসান এলোপাতাড়ি ভাবে চড়, কিল, ঘুষি মেরে রক্ত জমানো জখম করে। এতে ওই গৃহবধু কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে  ২৯ অক্টোবর ছাড়পত্র নেন। এরপর ৪ জনকে আসামী করে আদালতে যৌতুকের মামলা দায়ের করেন। যার মামলা নং ৫৬৯। তারিখ: ০৩/১১/২০২৪।
পরবর্তীতে উপায়ন্তর না পেয়ে যৌতুক লোভী মাহমুদুল হাসান তার মামা (পুলিশ সদস্য) মাহমুদের মাধ্যমে ১৫ লাখ টাকা যৌতুক দিয়ে মীমাংসা করে নেওয়ার কথা বলেন গৃহবধূর বাবাকে। ভাগ্নের সরকারী চাকরীতে লাগবে বলে ওই টাকা চান তিনি। (অডিও সংরক্ষিত)। অডিওতে মাহমুদুল হাসানের মামা মাহমুদকে স্পষ্ট ভাবে ১৫ লাখ টাকা চাওয়ার কথা শোনা যাচ্ছে।
এ বিষয়ে গৃহবধুর মামা শ্বশুর পুলিশ সদস্য মাহমুদের সাথে মোবাইলে কথা হলে তিনি  টাকা চাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘তাদের (বোন, বোনজামাই ও ভাগ্নে মাহমুদুল হাসান) সম্মতিতে ধার হিসেবে টাকা চাওয়া হয়েছে। এখন আদালতে মামলা হয়েছে। আদালত যা সিদ্ধান্ত নেবে সেটা মেনে নেবো।’
তবে, গৃহবধুর স্বামী মাহমুদুল হাসান তালাকনামা পাঠানোর কথা স্বীকার করলেও বিস্তারিত কোন কথা না বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
ওই গৃহবধু বলেন, ‘আমরা ৪ বোন। কোন ভাই নেই। আমার বাবার টাকা বা সম্পত্তি আছে বলে তাকে দিতে হবে কেন? তাকে এর আগেও ৮ লাখ টাকা দেওয়া হয়েছে। এমনকি বিয়ের দিন নগদে ৪ লাখ টাকা দিতে হয়েছে। আমার বাবা যৌতুকের ১৫ লাখ টাকা দিচ্ছে না বলে আমাকে তালাক দিবে? দেশে কি আইন-কানুন নেই? সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি বিজ্ঞ আদালতে ন্যায় বিচার প্রার্থনা করছি।’

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com