বৃহস্পতিবার, ১৭ Jul ২০২৫, ১১:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
কালিগঞ্জের বিষ্ণুপুর সাংস্কৃতিক পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা সম্পন্ন গোপালগঞ্জে সমাবেশে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় সড়ক অবরোধ কালিঞ্চীর কাঁচা রাস্তায় চরম দূর্ভোগ, উন্নয়নের ছোঁয়া চায় এলাকাবাসী সুন্দরবনে বনবিভাগের অভিযানে ট্রলারসহ কাঁকড়া জব্দ এনসিপির পদযাত্রা ঠেকাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক অবরোধ টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা, সাতক্ষীরায় দূর্ভোগে খেটে খাওয়া মানুষ এবার গোপালগঞ্জের ইউএনও’র গাড়িবহরে হা’ম’লা এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দিল ছাত্রলীগ তালায় উন্নত জাতের গাভী পালনে সমবায় সদস্যদের মাঝে চেক বিতরণ শ্যামনগরে ব’জ্র’পা’তে মৎস্যচাষী নি’হ’ত

কলারোয়ার চন্দনপুর হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার চন্দনপুর হাইস্কুলের প্রধান শিক্ষকের অনৈতিকতার বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

মঙ্গলবার দুপুরে স্কুলের সামনে গয়ড়া বাজার শহীদ মিনার সংলগ্ন স্থানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক ওই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, চন্দনপুর হাইস্কুলের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক আনছার আলী একজন মামলাবাজ, দুর্নীতিপরায়ণ ও চরিত্রহীন ব্যক্তি। স্কুলের অর্থ আত্মসাৎ করে কলারোয়ায় জমি কিনেছে, হিজলদী বাজারে দুটি দোকান কিনেছে, আলিশান বাড়ি নির্মাণ করেছে, নতুন মোটরসাইকেল কিনেছে। এছাড়াও কিছুদিন আগে স্কুলের কর্মচারী নিয়োগে বিশাল অংকের অর্থ লোপাট করেছে।শিক্ষার্থীরা আরো বলেন, স্কুলে পর্যাপ্ত বাথরুম নেই, ক্লাসে ফ্যান নেই। স্কুলজুড়ে নানান সমস্যায় জর্জরিত। কয়েক বছর আগে স্কুলের এক শিক্ষার্থীর সাথে অনৈতিক সম্পর্ক ও প্রেম করে বিয়ে করার ঘটনাও আছে তার বিরুদ্ধে।শিক্ষার্থী অভিভাবকরা অভিযোগ করে বলেন, তিনি স্কুলে নিয়মিত অনুপস্থিত থাকেন। এর প্রতিবাদ করায় কিছুদিন আগে দুই শিক্ষকের বিরুদ্ধে মামলাও করেন প্রধান শিক্ষক। এছাড়া সম্প্রতি সাময়িক বরখাস্ত থাকাকালীন অবস্থায় স্কুলে আসলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে অবরোধ করলে তিনি শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে মারপিট করেন। এতে উভয় পক্ষের আহত হন। এ ঘটনায়ও প্রধান শিক্ষক কয়েকজন শিক্ষককের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শিক্ষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারপূর্বক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তারা।

সাধারণ শিক্ষার্থীরা তিনটি দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো- অবিলম্বে শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, স্কুলের যাবতীয় হিসাব দাখিল ও প্রধান শিক্ষকের পদত্যাগ।

দাবি মানা না হলে নতুন বছর শুরুতে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com