শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
পিঠার গন্ধে ভালোবাসার বন্ধন: ভিবিডি সাতক্ষীরার উদ্যোগে পিঠা উৎসব জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার কর্মী শিক্ষা শিবির বাংলাদেশ জামায়াত ইসলামী নলতা ইউনিয়ন শাখার সুধী সমাবেশ ব্রহ্মরাজপুর বাজারে সালমান মেডিকেল হলের উদ্বোধন পটুয়াখালী-মির্জাগঞ্জ আঞ্চলিক সড়কে অতিরিক্ত পন্য পরিবহন করায় ৭ ট্রাক আটক; অর্থদন্ড গোপালগঞ্জে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সং’ঘ’র্ষে নি’হ’ত ৩ সোনালী অতীত এফসি’র আহবায়ক কমিটি গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ভিবিডি সাতক্ষীরার নেতৃত্বে ইব্রাহিম খলিল পূর্ব শত্রুতার জেরে তারালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষককে পিটিয়ে জখম সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজ দুই দিনব্যাপী পিঠা উৎসব শুরু

কলারোয়ার চন্দনপুর হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার চন্দনপুর হাইস্কুলের প্রধান শিক্ষকের অনৈতিকতার বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।

মঙ্গলবার দুপুরে স্কুলের সামনে গয়ড়া বাজার শহীদ মিনার সংলগ্ন স্থানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবক ওই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধন চলাকালে শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, চন্দনপুর হাইস্কুলের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক আনছার আলী একজন মামলাবাজ, দুর্নীতিপরায়ণ ও চরিত্রহীন ব্যক্তি। স্কুলের অর্থ আত্মসাৎ করে কলারোয়ায় জমি কিনেছে, হিজলদী বাজারে দুটি দোকান কিনেছে, আলিশান বাড়ি নির্মাণ করেছে, নতুন মোটরসাইকেল কিনেছে। এছাড়াও কিছুদিন আগে স্কুলের কর্মচারী নিয়োগে বিশাল অংকের অর্থ লোপাট করেছে।শিক্ষার্থীরা আরো বলেন, স্কুলে পর্যাপ্ত বাথরুম নেই, ক্লাসে ফ্যান নেই। স্কুলজুড়ে নানান সমস্যায় জর্জরিত। কয়েক বছর আগে স্কুলের এক শিক্ষার্থীর সাথে অনৈতিক সম্পর্ক ও প্রেম করে বিয়ে করার ঘটনাও আছে তার বিরুদ্ধে।শিক্ষার্থী অভিভাবকরা অভিযোগ করে বলেন, তিনি স্কুলে নিয়মিত অনুপস্থিত থাকেন। এর প্রতিবাদ করায় কিছুদিন আগে দুই শিক্ষকের বিরুদ্ধে মামলাও করেন প্রধান শিক্ষক। এছাড়া সম্প্রতি সাময়িক বরখাস্ত থাকাকালীন অবস্থায় স্কুলে আসলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে অবরোধ করলে তিনি শিক্ষার্থীদের ওপর চড়াও হয়ে মারপিট করেন। এতে উভয় পক্ষের আহত হন। এ ঘটনায়ও প্রধান শিক্ষক কয়েকজন শিক্ষককের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। শিক্ষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারপূর্বক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তারা।

সাধারণ শিক্ষার্থীরা তিনটি দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো- অবিলম্বে শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, স্কুলের যাবতীয় হিসাব দাখিল ও প্রধান শিক্ষকের পদত্যাগ।

দাবি মানা না হলে নতুন বছর শুরুতে আরও বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com