শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন
আব্দুর রাজ্জাক, আশাশুনি: আশাশুনি উপজেলা জামায়াত অফিসে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন আশাশুনি উপজেলার উদ্যোগে ডায়েরী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলার অফিস সম্পাদক ও আশাশুনি উপজেলার সভাপতি মাওলানা শামসুল আরেফীন সভাপতিত্বে ওসেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম হেলালী সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আশাশুনি উপজেলা আমীর আবু মুসা তারিকুজ্জামান (তুষার),উপজেলা নায়েবে আমীর মাওলানা নুরুল আবছার মুরতাজা, উপজেলা সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন,বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলার সভাপতি আলহাজ্ব অধ্যাপক মাওঃ মনিরুল ইসলাম বেলালী সহ উপজেলার মাজলিসুল মুফাসসিরীন সদস্যবৃন্দ প্রমুখ।