শনিবার, ১৯ Jul ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কালিগঞ্জ রোকেয়া মুনছুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবুকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।
রোববার(০১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যার নেতৃত্বে পুলিশ সদস্যরা জাহাজঘাটা ব্রিজের নিকট থেকে তাকে গ্রেপ্তার করেন।
শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দোকান ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। শ্যামনগর থানার মামলা ১৬, তারিখ ২৯ নভেম্বর।