শুক্রবার, ১১ Jul ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা দিলো সাতক্ষীরা শহর ছাত্রশিবির ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের নির্বাচন কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্ট প্রশিক্ষণ তারেক রহমানের নির্দেশে সাতক্ষীরায় পানিবন্ধী ১৩০ পরিবারের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ সাতক্ষীরায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা সাংবাদিক গাজী মোক্তারের মৃত্যুতে সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের শোক জলাবদ্ধতা থেকে মুক্তির দাবীতে লাবসায় স্থানীয়দের বি’ক্ষো’ভ পটুয়াখালীর দুমকিতে টানা বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, জনজীবন বিপর্যস্ত গোপালগঞ্জে দুই শিক্ষিকার বিরুদ্ধে স্কুল ছাত্রের গো’প’না’ঙ্গে আ’ঘা’ত ও চা’কু দিয়ে ক’র্ত’নে’র হু’ম’কি’র অভিযোগ গোপালগঞ্জে ভালো কাজের স্বীকৃতি পেলেন ডিএসবির এএসআই মনির শ্যামনগরে ‘সুন্দরবন প্রজেক্ট’র বিদ্যুতের তারে প্রাণ গেল বৃদ্ধার!

কোরআন, দ্বীন ও মজলুমের কথা বলতে যেয়ে বে‌শি প্রাণ দিয়েছে সাতক্ষীরার মানুষ

জাহাঙ্গীর আলম: ‘শত জুলুম অত্যাচারের পরও আমরা পা‌লিয়ে যাইনি। দেশকে যারা ভালবাসে তারা পালাতে পারেনা’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান।
শ‌নিবার (৩০ নভেম্বর) বিকালে সাতক্ষীরা সরকা‌রি উচ্চ বিদ্যাল‌য় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ডা. শ‌ফিকুর রহমান বলেন, শত জুলুম অত্যাচারের পরও আমরা পা‌লিয়ে যাইনি। দেশকে যারা ভালবাসে তারা পালাতে পারেনা। আমরা এই দেশকে গড়তে চাই। এই দেশের এক ইঞ্চি মা‌টিও আমরা ছাড়বো না। আমাদের দেশে অফুরন্ত সম্পদ রয়েছে। কিন্তু তা কোন কাজে আসছে না। যারাই ত্রাতার দা‌য়িত্বে থাকেন, তারাই পকেটে ভরেন। বিগত সরকার সাতক্ষীরার মানুষের ওপর জুলুম করেছে। খুন করেছে, গুম করেছে। জনগণের অধিকার দেয়‌নি। তারা ৫৭ জন সেনা কর্মকর্তাকে খুন করেছে। জামায়াতের দুজন আমিরসহ অসংখ্য নেতাকর্মীকে হত্যা করেছে। ১ জুলাই ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারা‌ দেশকে খুনের বন্যায় ভা‌সিয়ে দেওয়া হযেছে।
নারীদের ব্যাপাের জামায়াতের আমির বলেন, ‘আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় যে, আমরা ক্ষমতায় আসলে নারীদের ঘর থেকে বের হতে দেওয়া হবেনা। কিন্তু কথা দি‌চ্ছি এমন হবেনা। মা-বো‌নেরা ঘরেও সুরক্ষিত থাকবে, কর্মস্থলেও সুর‌ক্ষিত থাকবে। তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবেনা।’ মহানবী (স.) সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজেও নারীদের যুক্ত করেছেন। যুদ্ধ ক্ষেত্রেও নারীদের যুক্ত করেছেন। তাই আমরা তাদের আটকে রাখার কে? তারা সামর্থ্য অনুযায়ী দেশের জন্য আত্ম‌নিয়োগ করবে। তাদের পোশাক নিয়ে আমরা বাধ্য কর‌ব না। তারা খু‌শিমতো পোশাক পরতে পারবে।’
শিক্ষার প্রসঙ্গ তুলে তিনি আরো বলেন, ‘আমরা এমন এক‌টি দেশ চাই, যেখানে মস‌জিদ, ম‌ন্দির, মঠ, গির্জা কোনো কিছুই পাহারা দেওয়া লাগবে না। শিক্ষা পেয়ে সবাই যেন মানুষ হয়। শিক্ষা নিয়ে যেন কেউ ডাকাত না হয় এমন এক‌টি শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাই।’
জামায়াত আমির আরো বলেন, ‘একজন প‌রিচ্ছন্নতা কর্মীও ‘ভিআইপি’। তারা প‌রিষ্কার না করলে আমরা ঘর থেকে বের হতে পার‌ব না। তাই তাদেরও মর্যাদা দিতে হবে। সেই সম্প্রী‌তির বাংলাদেশ আমরা গড়তে চাই। আমরা জাতীয় স্বার্থে দল ও ধর্মের উর্দ্ধে থেকে কাজ করতে চাই। এই দেশকে পৃ‌থিবীর শ্রেষ্ঠ দেশ বানাতে চাই। কিন্তু আকাশে কালো শকুন ঘুরছে। এই শকুন মাঝে মাঝে ফুঁস করছে। তাই সতর্ক থাকতে হবে। যে যেভাবেই উসকা‌নি দিক, আমরা ফাঁদে পা দেবনা।’
‌সাতক্ষীরায় নিহতের বিষয় টেনে তি‌নি আরো বলেন, ‘কোরআন, দ্বীন ও মজলুমের কথা বলতে গিয়ে সারা দেশে যত মানুষ প্রাণ দেছে, তার চেয়ে বে‌শি প্রাণ দিয়েছে সাতক্ষীরার মানুষ। তাই জামায়াতের কাছে সাতক্ষীরার অবস্থান অনন্য উচ্চতায়।’
সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শ‌হিদুল ইসলাম মুকুলের সভাপ‌তিত্বে কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপ‌রিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতউল্লাহ, কেন্দ্রীয় সাংগঠ‌নিক সম্পাদক মুহা‌দ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপ‌রিষদ সদস্য মাও. আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজ‌লিসে শুরা সদস্য মুহাদ্দিস র‌বিউল বাসার, জেলা কর্মপ‌রিষদ সদস্য ও সাবেক এম‌পি গাজী নজরুল ইসলাম, জেলা সেক্রেটা‌রি গাজী আজিজুর রহমান প্রমুখ।
কর্মী সস্মেলনের আগে সকালে সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুলে রোকন সম্মেলনে যোগ দেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।

আপনার সামাজিক মিডিয়ায় এই পোস্টটি শেয়ার করুন

©All rights reserved© SatkhiraVision.Com
Design & Developed BY Hostitbd.Com