সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০৯:০১ অপরাহ্ন
সাতক্ষীরার তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেন (৫২) সহ দুজনকে চাঁদাবাজি মামলায় আটক করেছে তালা থানা পুলিশ।
মীর জাকির তালা বাজারের মৃত্যু মীর আব্দুল মালেকের ছেলে। আটককৃত অপরজন হলেন, শাহাপুর গ্রামের শেখ ওহেদ আলীর ছেলে ইসহাক আলী (৫৫)।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে তাদেরকে আটক করা হয়। শুক্রবার(২৯ নভেম্বর) সকালে তালা থানা পুলিশ দুজনকেই বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন।
তালা থানার পুলিশ জানান, গত ২৭ নভেম্বর জালালপুর ইউনিয়নে একটি চাঁদাবাজী মামলায় তাদেরকে আটক করা হয়েছে।
তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ২৭ নভেম্বর রাতে বিএনপি নেতা আব্দুল আলিম ২৭ জন নামীয় আসামী সহ অজ্ঞাত ৫০ জনকে আসামী করে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এই মামলায় তাদের আটক দেখানো হয়েছে।