Spread the love

নিজস্ব প্রতিনিধি: শিশু ছেলেকে মারপিটের প্রতিবাদ করায় আশাশুনিতে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী আহত হয়েছেন।

গত সোমবার (১৪ অক্টোবর) আশাশুনির দরগাপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে ওই ঘটনা ঘটে।
হোসেনপুর গ্রামের রনজিৎ কুমার সরকারের ছেলে আহত রামকৃষ্ণ সরকার বলেন, ‘ছোট শিশুদের খেলাধূলাকে কেন্দ্র করে আমার প্রতিবেশী শিবপদ সরকারের ছেলে ও শ্রীধরপুর প্রাইমারী স্কুলের শিক্ষক বাসুদেব সরকার আমার ৪ বছরের ছেলে ঈশানকে রাস্তায় ফেলে মারপিট করেন। ওই ঘটনার প্রতিবাদ করলে বাসুদেব সরকার, তার ভাই ভগীরথ সরকার বাসুদেবের স্ত্রী শিলা সরকার, ভগীরথ সরকারের ছেলে বাপ্পী সরকার আমাকে ও আমার স্ত্রী মিতালী রানীকে লোহার রড ও বাশের লাঠি দিয়ে মারপিট করেন। তাদের মারপিটে আমি মারাত্মকভাবে জখম হলে আমাকে আমার পরিবারের সদস্যরা আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এছাড়া আমার স্ত্রী স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করেন।’

রামকৃষ্ণ সরকারের স্ত্রী মিতালী রানী বলেন, ‘শিশু বাচ্চাদের খেলাধূলাকে কেন্দ্র করে আমাদের স্বামী-স্ত্রীকে প্রচন্ড মারপিট করা হয়েছে। আমার স্বামীকে মারাত্মক আহতাবস্থায় আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা লেগেছে। অথচ নিজেদের অপরাধ আড়াল করতে উল্টো আমাদের নামে থানায় অভিযোগ করেছেন। বাসুদেব ও ভগীরথ আমাদের এলাকায় দূর্ধষ্য প্রকৃতির লোক হিসেবে পরিচিত। তারা এমনই খারাপ যে ভগিরথের স্ত্রী শ্যামাকে মেরে পঙ্গু করে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। বর্তমানে শ্যামা বাপের বাড়িতে মানবেতর জীবনযাপন করছে।’

তবে অভিযুক্ত ভগীরথ সরকার বলেন, বাচ্চাদের খেলাধূলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সামান্য মারামারি হয়েছে। তবে রামকৃষ্ণকে মারপিট করে মারাত্মক আহত করার ঘটনা ঘটেনি।’
দরগাহপুর ইউপি মেম্বর মুজিদ জোয়ার্দার বলেন, ‘বাচ্চাদের নিয়ে উভয় পক্ষের মধ্যে সামান্য চড়থাপ্পড় হয়েছে। গোলযোগটি নিজেদের মধ্যে হওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলছে।

আশাশুনি থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘মারামারির ঘটনায় থানায় উভয় পক্ষ লিখিত এজাহার জমা দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *