Spread the love

শেখ বাদশা: নতুন বাংলাদেশে সাফল্যের ২ বছর এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হয়েছে কালবেলার ২য় জন্মদিন।

বুধবার (১৬ অক্টোবর) সাতক্ষীরার শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে কালবেলার জেলা প্রতিনিধি গাজী ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত দৈনিক কালবেলার ২য় জন্মদিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এডিশনাল এসপি মীর আসাদুজ্জামান আসাদ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, আরটিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভির শরিফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল টুয়েন্টি ফোরের আমেনা বিলকিস ময়না, সাতক্ষীরা ছাত্র অধিকার পরিষদের প্রধান সমন্বয় ইমরান হুসাইন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান, দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন, আশাশুনি রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও কালবেলা প্রতিনিধি রাবিদ মাহমুদ চঞ্চল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, কালবেলার কলারোয়া প্রতিনিধি জুলফিকার আলি, তালা প্রতিনিধি কে এম শাহীনুর রহমান, দেবহাটা প্রতিনিধি আব্দুল কাদের, আশাশুনি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কালবেলার জেলা,উপজেলা প্রতিনিধি ও অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়ার পাশাপাশি সম্মান সূচক উত্তরীয় পরিয়ে দেয়া হয়। পরে কেক কাটার মধ্যে দিয়ে কালবেলার জন্মদিন উৎযাপন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য বলেন-দৈনিক কালবেলার বয়স মাত্র দুই বছর এর মধ্যে কালবেলা সমরেশ মজুমদারের বিখ্যাত উপন্যাস কালবেলাকে ছাড়িয়ে গেছে। এখন কালবেলা পত্রিকার প্রতিদ্বন্দ্বী একমাত্র কালবেলা। যেভাবে সাতক্ষীরায় টিম কালবেলা কাজ করছে তাতে আগামী দিন কালবেলাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না।

অনুষ্ঠানে শেষ অংশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে বর্ণমালা একাডেমি, ও কন্যা খ্যাত শিল্পী সোহাগ ও চৈতালি মুখার্জি সংগীত পরিবেশন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *