আব্দুর রাজ্জাক, আশাশুনি: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ।
শনিবার (১২অক্টোবর) সন্ধ্যায় নেতৃবৃন্দ শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি, বালিয়াপুর, কামালকাটি, কৈখালী, বদরতলা, হাজীপুর পূজা মন্ডপ পরিদর্শন করেন।
ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম নেতৃত্বে ইউনিয়ন নায়েবে আমীর আলহাজ্ব দেছের আলী, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা জিয়াউল ইসলাম, ইউনিয়ন বায়তুলমাল সেক্রেটারি আহসান হাবীব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খোরশেদ আলম, দবির উদ্দিন, আবুবক্কার সিদ্দিক, মফিজুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ নেতৃবৃন্দ তাদের সাথে ছিলেন। নেতৃবৃন্দ প্রশাসনিক সহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।