Spread the love

এসভি ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরের চাঞ্চল্যকর আব্দুল আজিজ হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রশিদকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬ এর সদস্যরা।

মঙ্গলবার বিকালে খুলনা জেলার রূপসা থানার লখপুর ইউনিয়ন এর হাকিমতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, আব্দুল আজিজ (৫৮) পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন। আসামি মো. আব্দুর রশিদ (৫৬) ও ভিকটিম আব্দুল আজিজ আপন দুই ভাই। ভিকটিমের সাথে তার ভাই আব্দুর রশিদের কিছুদিন ধরে পৈত্রিক সম্পত্তিতে দোকান করা নিয়ে কথা কাটাকাটি হয়। এরই ধারাবাহিকতায় গত ২৯ সেপ্টেম্বর আব্দুল আজিজ দোকান তৈরির কাজ করতে গেলে আব্দুর রশিদসহ এজাহার নামীয় অন্যান্য আসামিদের সাথে তার কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে আব্দুল আজিজকে বেদম মারপিট করা হয়। স্বজনরা উদ্ধার করে দ্রুত শ্যমনগর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত ভিকটিমের মেয়ে আজমুন নাহার বাদী হয়ে শ্যামনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলার প্রধান আসামি আব্দুর রশিদকে খুলনার রূপসা থানার লকপুর ইউনিয়নের হাকিমতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামিকে শ্যামনগর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *