এসভি ডেস্ক: সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়ন।
মঙ্গলবার (১অক্টোবর) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবুল কালাম, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জি.এম মোশাররফ হোসেন, ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোজাহিদ, সাংগঠনিক সম্পাদক মো. আক্তারুল ইসলাম, অর্থ সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, ক্রীড়া সম্পাদক মোঃ শরিফুল ইসলাম জুয়েল, নির্বাহী সদস্য আবু রায়হান, মো. আল মামুন, এম ইদ্রিস আলী, রেজাউল ইসলাম বাবলু, মো. হাফিজুর রহমান, মো. রুহুল আমিন, মো. রবিউল ইসলাম, মন্ময় মনির, আমিরুল ইসলাম প্রমুখ।
এসময় জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, দুর্ণীতিমুক্ত সাতক্ষীরা গড়তে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন তিনি।