আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল আশাশুনি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি মো:আরিফুল ইসলাম।
সাধারণ সম্পাদক সুশান্ত কুমার মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম তুষার, সাবেক সেক্রেটারি গোলাম কিবরিয়া, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, পরিমল দাশ, বদরুজ্জামান শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদের আত্মার মাগফেরাত ও আহতদের আরোগ্য কামনা ও ৩ জন প্রয়াত শিক্ষকের মৃত্যুতে শোক জ্ঞাপন করা হয়।
সমিতির আয়-ব্যয়ের এসব পর্যালোচনা শেষে সভায় সাবেক উপজেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া বলেন, ‘রেজুলেশন ছাড়া ব্যাংক থেকে টাকা উত্তোলন ও ক্ষমতার অপব্যবহার বিধিসম্মত নয়। কর্মকর্তাদের আরো সতর্কতার সাথে কাজ করতে হবে।’
এসময় বর্তমান কমিটিকে পদত্যাগ করার জন্য আহবান করেন তিনি।