Spread the love

নিজস্ব প্রতিনিধি: স্বপরিবারে ভারতে পালিয়ে যাওয়ার প্রাক্কালে সাতক্ষীরা জেলা আ.লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাসকে (৫৮) গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজ্যেশ্বর দাস সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাপপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্র দাসের ছেল এবং সাতক্ষীরা জেলা আ.লীগের কোষাধ্যক্ষ।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার বেলা পৌনে দশটার দিকে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা আইসিপি দিয়ে পরিবারসহ ভারতে পলায়নকালে রাজেশ্বর দাসকে আটক করা হয়।

গোয়েন্দা সূত্রের মাধ্যমে আ.লীগ নেতা রাজেশ্বর দাসের দখলে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্য পাওয়া যায়।

প্রাথমিক অনুসন্ধানে আরো জানা যায়, ২০০৮ সালে জাল টাকার একটি মামলা ছিল তার নামে। এছাড়াও তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চিংড়ি মাছের ঘের দখল/আধিপত্য বিস্তার ও দূর্নীতির অভিযোগ রয়েছে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে সাতক্ষীরা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *