নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র-ছাত্রীদের ব্যানারে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল নয়টায় সদরের ভালুকা চাঁদপুর আদর্শ ডিগ্রী কলেজের সামনে সাতক্ষীরা আশাশুনি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ভালুকা চাঁদপুর আদর্শ ডিগ্রী কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী রিমন, ইরহাম আতিক চৌধুরী,এইচএসসি পরীক্ষার্থী আরাফাত, শিক্ষার্থী শাকিল হোসেন শুভ, ইউসুফ, শিমুল, রাসেল, সুমন, রাজ, বকুল, আনন্দ, আলিম, মিজানসহ ভালুকা চাঁদপুর আদর্শ ডিগ্রী কলেজের সকল শিক্ষার্থী ও এলাকাবাসী।
বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলন করেছি চেয়ারম্যান মিজানুর রহমান আমাদের সহযোগিতা করেছে। তারা আরো বলেন, চেয়ারম্যানের মত মানুষের নামে এ ধরনের মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।