ইসমাইল হোসেন, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সাতক্ষীরা -৪ আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১২ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের পরিচালনা কমিটির আহ্বায়ক মনসুর আলম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সাতক্ষীরা -৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু, পৌর জামায়াতের দায়িত্বশীল আশরাফ হোসেন, সাবেক যুবদল নেতা আলম, সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ। এসময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াত দলীয় সাবেক এমপি গাজী নজরুল ইসলাম মতবিনিময় সভায় বক্তব্যে শুরুতে তার নিজের লেখা দুটি বই সাংবাদিকের হাতে তুলে দেন। এসময় তিনি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকদের রাষ্ট্রের পুনর্গঠন এর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহবান জানান এবং শক্তিধর লেখনীর মাধ্যমে প্রশাসন সহ সকল সেক্টরের যাবতীয় অনিয়ম দুর্নীতি দেশবাসীর সামনে তুলে ধরে, আদর্শ রাষ্ট্র গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।