তালা প্রতিনিধি: তালায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ১৫ সদস্য বিশিষ্ট সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১ সেপ্টেম্বর) বিকালে সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে আজকের পত্রিকা তালা উপজেলা প্রতিনিধি সেলিম হায়দারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সকলের সম্মতিতে সেলিম হায়দারকে সভাপতি ও মোঃ জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি কে এম শাহীনুর রহমান, এস এম নাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক সেকেন্দার আবু জাফর, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, আর্থ সম্পাদক তাপস সরকার, দপ্তর সম্পাদক মুকুল হোসেন, প্রচার সম্পাদক এম খায়রুল আলম, মহিলা সম্পাদিকা শিরিনা সুলতানা।
নির্বাহী সদস্য, মোঃ নুর ইসলাম, অর্জুন বিশ্বাস, কাজী ইমরান হোসেন (লিয়াকত), শেখ ইমরান হোসেন, আসাদুজ্জামান রাজু প্রমুখ।
এসময় তালার সিনিয়র সাংবাদিক আব্দুল জব্বারের মৃত্যুতে তালা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়।