জাহাঙ্গীর আলম: ২ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল এলএসডি এবং ৪ বোতল বিদেশি মদসহ এক চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত বৃহস্পতিবার( ২৯ আগস্ট) কলারোয়া উপজেলার রাজপুর সীমান্ত এলাকা হতে ওই চোরাকারবারীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মোঃ ইমন (২৩) কলারোয়ার রাজপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, সাতক্ষীরার কলারোয়া উপজেলার রাজপুর দিয়ে মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে আগমন করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার তাহের এবং বিআইপি এনসিও নায়েক হরমুজ এর সমন্বয়ে একটি চৌকষ আভিযানিক দল রাজপুর এলাকা হতে ইমনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে তল্লাশী করে তার ব্যাগে রক্ষিত ২ কেজি ভারতীয় ক্রিস্টাল মেথ আইস, ২ বোতল LSD (Lysergic Acid Diethylamide) ও ৪ বোতল মদ উদ্ধার করা হয়। গ্রেপ্তার ইমনের বিরুদ্ধে কলারোয়া থানায় ২ টি মাদক মামলা রয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ইমনের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়ের করে তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।