অনলাইন ডেস্ক: অসুস্থ হয়ে সাতক্ষীরা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ আগষ্ট) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত রবিউল ইসলাম (৭৫) পাটকেলঘাটা থানার কাশিপুর গ্রামের বাসিন্দা। একটি চেক ডিজঅনার মামলায় তিন মাসের দণ্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন তিনি।
মৃতের প্রতিবেশী রায়হান সরদার জানান, পাটকেলঘাটা শ্রমজীবী ফাউন্ডেশন থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন রবিউল। পরবর্তীতে সুদসহ ৬৫ হাজার টাকা পরিশোধও করেন তিনি। এরপরও সমিতি কর্তৃপক্ষ তার নামে চেকের মামলা দেয়। সেই মামলায় আদালত তিন মাসের সাজা দেয় তাকে।
সাতক্ষীরা কারাগারের জেলার হাসনা জাহান বিথী বলেন, রবিউল গত ২৪ জুলাই থেকে তিনি একটি চেকের মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন। শ্বাসকষ্ট ছিল তার। কারা হাসপাতালে চিকিৎসাও দেয়া হয়েছিল। ধারণা করা হচ্ছে, স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।