Spread the love

অনলাইন ডেস্ক: সাতক্ষীরায় বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে ১২ জনকে আদালত গত সোমবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি করার অভিযোগে আইনজীবী আরিফুর রহমান আলোকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে  শহরের মেহেদীবাগের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে আটক করে। 

তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা শাখার সদস্য ও সিটি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আইনজীবীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, কোটা আন্দোলনের সময় গত ১৮ জুলাই সাতক্ষীরা সদর থানায় হামলা ও পুলিশ সদস্যকে আহত করার অভিযোগ এনে মামলা দায়ের করেছিলো পুলিশ। মামলায় আটককৃত ১৬ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জনের প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সোমবার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আসামীদের হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সেলিম।

 মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীদের প্রত্যকের সাতদিনের রিামান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম জিয়াউর  রহমান দুই দিনের মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক সেলিম জানান, সাতক্ষীরা সদর থানায় দায়ের করা জিআর ৩৩৯/২৪ নং মামলায় আটককৃত ১৬ জন শিক্ষার্থীর বিরুদ্ধে ভাংচুর, অগ্নিসংযােগ, পুলিশের কাজে বাঁধাদানসহ বিভিন্ন অভিযােগ রয়েছে। এদের মধ্যে চারজনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় আদালত তাদের রিমান্ড নামঞ্জুর করেছেন।

আসামী পক্ষের সিনিয়র আইনজীবী এড. আব্দুল মজিদ (২) আটক ছাত্রদের রিমান্ড শুনানি বাতিল করে জামিনের আবেদন করেন। এসময় এড. শাহ আলম, এড. শহিদুল ইসলামসহ অর্ধশতাধীক আইনজীবী শুনানিতে অংশ গ্রহণ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *