Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে স্মার্ট অফিস ম্যানেজমেন্ট সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার অফিসের সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সাতক্ষীরা জেলা রেজিস্ট্রার মুহাম্মদ আবু তালেবের সভাপতিত্বে অন্যানোর মধ্যে কলারোয়া উপজেলার সাব রেজিস্ট্রার মোঃ ইমরুল হাসান, সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রার রিপন মুন্সি, আশাশুনি উপজেলার সাব রেজিস্ট্রার মিন্টু চক্রবর্তী,কালীগঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রার রুহুল আমিন হাওলাদার উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ হিসেবে অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামনগর উপজেলার সাব-রেজিস্ট্রার মোঃ জুবায়ের হোসেন। এসময় প্রশিক্ষনার্থী হিসেবে সাতক্ষীরা জেলা সাতটি সাব-রেজিস্ট্রার অফিসে ৩৫ জন দলিল লেখক ও সাতটি অফিসে প্রধান সহকারীগন অংশ গ্রহণ করেন।

প্রশিক্ষক সাব রেজিস্ট্রার জুবায়ের হোসেন বলেন, দেশের বিভিন্ন জেলায় ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে দলিল সবমিট করার প্রক্রিয়া শুরু হয়েছে। ধারাবাহিক ভাবে সকল জেলা উপজেলায় দলিল লেখকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অচিরেই সবখানে অন লাইনে কার্যক্রম পুর্ণাঙ্গ রুপে শুরু হবে।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্য প্রদানকালে জেলা রেজিস্ট্রার মুহাম্মদ আবু তালেব বলেন, প্রতি দিন পৃথিবী উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সকল পেশা হয়ে উঠছে স্মার্ট, এভাবে আমাদের স্মার্ট হতে হবে। দলিল লেখকদের গদ বাঁধা মানুষিকতা থেকে বেরিয়ে স্মার্ট ও আধুনিক হতে হবে। জনগণের সেবাই হবে আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *