Spread the love

তিন মাসের শিশুসন্তানকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মা সুরাইয়া ইয়াসমিনকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ জুলাই) রাত ১১টার দিকে সাতক্ষীরা পৌরসভার রইচপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

সুরাইয়া ইয়াসমিন পৌরসভার রইচপুর গ্রামের মুজাফফর হোসেনের মেয়ে ও খুলনার গিলাতলার মুছা শেখের স্ত্রী। তিনি বাবার বাড়িতে দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, সুরাইয়া ইয়াসমিনের শিশুকন্যা মমতাজ খাতুনকে দুপুর ২টা থেকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

তারা আরও জানান, সুরাইয়া মাঝে মাঝেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এর আগে সে তার নিজের ছেলেকে দুবার খাবারের সঙ্গে বিষ খাইয়ে হত্যাচেষ্টা করেছিল। রাতে পুলিশ এসে সুরাইয়াকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজের মেয়েকে পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার কথা স্বীকার করলে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।

সাতক্ষীরা সদর থানার এসআই মাজরিয়া হোসাইন সুরাইয়া ইয়াসমিনের উদ্ধৃতি দিয়ে বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এছাড়া হত্যার কথা স্বীকার করায় তার মা সুরাইয়া ইয়াসমিনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *